ইমাম মাহদী নাসের মোহাম্মদ ইয়ামানি
19 - রবী'আল-থানী - 1444 হিজরি
11 - 13 - 2022 খ্রি
03:08 am
(উম্ম আল-কুরার সরকারী ক্যালেন্ডার অনুযায়ী)
___________



যে আমাকে অপছন্দ করে, সে তার কবর খোদাই করুক



হে মানুষ শোনো এবং এই সংবাদটি বোঝো; আল্লাহ গত (১২/১১/ ২০২২ ইং) রোজ শনিবার সত্য স্বপ্নে আমাকে এই ঘোষণাটি দিতে নির্দেশ দিয়েছেন,

(যে আমাকে অপছন্দ করে, সে তার কবর খোদাই করুক) এটাই চূড়ান্ত

আমাকে অপছন্দ করে তারাই যারা আল্লাহর সন্তুষ্টি অপছন্দ করে। জান্নাতের নিয়ামতসমূহের মধ্যে সর্বোৎকৃষ্ট নেয়ামত আল্লাহর সন্তুষ্টির দিকে আমার দাওয়াত প্রত্যাখ্যান করার কারণে তাদের আমলসমূহ ধ্বংস করে দেওয়া হয়েছে। (আর এ জন্যই তিনি তোমাদের সৃষ্টি করেছেন) আল্লাহ তার কালামে সত্য বলেছেন:
{فَتَوَلَّ عَنْهُمْ فَمَا أَنتَ بِمَلُومٍ ‎﴿٥٤﴾‏ وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَىٰ تَنفَعُ الْمُؤْمِنِينَ ‎﴿٥٥﴾‏ وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ ‎﴿٥٦﴾‏ مَا أُرِيدُ مِنْهُم مِّن رِّزْقٍ وَمَا أُرِيدُ أَن يُطْعِمُونِ ‎﴿٥٧﴾‏ إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ ‎﴿٥٨﴾‏ فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا ذَنُوبًا مِّثْلَ ذَنُوبِ أَصْحَابِهِمْ فَلَا يَسْتَعْجِلُونِ ‎﴿٥٩﴾‏ فَوَيْلٌ لِّلَّذِينَ كَفَرُوا مِن يَوْمِهِمُ الَّذِي يُوعَدُونَ ‎﴿٦٠﴾‏}[سورة الذاريات].
[সূরা যারিয়াত ৫৪-৬০]


জান্নাতের সর্বোৎকৃষ্ট নেয়ামত আল্লাহর সন্তুষ্টি অপছন্দ করতে পারে শুধু প্রত্যেক বিদ্রোহী শয়তান যারা বান্দাদের ওপর আল্লাহর সন্তুষ্টি অপছন্দ করে এবং তার থেকে সম্পূর্ণরূপে বিমুখ হয়ে যায়! তারা এ রকম যে তারা কামনা করে, তোমরা তাদের মতোই কুফরি করে তাদের সাথে জাহান্নামবাসী হও; তারা এ রকম যে, বান্দাদের জন্য আল্লাহর ওয়াদার বাস্তবায়ন চায় না, তার বড় নেয়ামত সন্তুষ্টি চায় না, তার ছোট নেয়ামত জান্নাতও চায় না, যেমন আল্লাহ তার কালামে বলেছেন:
{وَعَدَ اللَّهُ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ ۚ وَرِضْوَانٌ مِّنَ اللَّهِ أَكْبَرُ ۚ ذَٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ ‎﴿٧٢﴾‏ }[سورة التوبة].
[সূরা তওবা ৭২]


আমি তো তাদেরকে দাওয়াত দিয়েছি শুধু আল্লাহর সাথে কাউকে শরিক না করতে এবং আল্লাহর সাথে কাউকে না ডাকতে! বান্দা ও উপাস্য মহিমান্বিত সর্বোত্তম রবের মধ্যে কোনো মাধ্যম নেই; দুনিয়াতেও নেই, আখেরাতেও নেই। এটা কি জীন ও মানবজাতির প্রতি সব নবীদের দাওয়াত নয়?!


ুতরাং যে আল্লাহর সঠিক পথপ্রাপ্ত খলিফা নাসের মুহাম্মাদ আল ইয়ামানীকে মিথ্যা প্রতিপন্ন করলো, সে জীন ও মানবজাতির প্রতি সব নবীদের এক লা শরিক আল্লাহর ইবাদত করার দাওয়াতকেই মিথ্যা প্রতিপন্ন করলো। যে আমাকে অপছন্দ করলো এবং আমার সত্য দাওয়াত প্রত্যাখ্যান করলো, তার গন্তব্য জাহান্নাম
, নিকৃষ্ট আবাসস্থল। আল্লাহর যেমন বলেছেন:
{ذَٰلِكُم بِأَنَّهُ إِذَا دُعِيَ اللَّهُ وَحْدَهُ كَفَرْتُمْ ۖ وَإِن يُشْرَكْ بِهِ تُؤْمِنُوا ۚ فَالْحُكْمُ لِلَّهِ الْعَلِيِّ الْكَبِيرِ ‎﴿١٢﴾‏} صدق الله العظيم [سورة غافر].
[সূরা গাাফির-১২]

সুতরাং ওই আল্লাহর কসম- যিনি ছাড়া কোনো ইলাহ নাই- আমাকে সেই অপছন্দ করে যে আল্লাহর সন্তুষ্টি অপছন্দ করে আর আল্লাহর সন্তুষ্টি কে অপছন্দ করে শুধু বিদ্রোহী শয়তান ছাড়া যে আল্লাহর শত্রু, তার রসূলদের শত্রু এবং তার খলীফা সঠিক পথপ্রাপ্ত ইমামের শত্রু?! জেনে রাখো, আল্লাহ তার ওলীদের শত্রুদের শত্রু, যেমন তিনি বলেছেন :
{قُلْ مَن كَانَ عَدُوًّا لِّجِبْرِيلَ فَإِنَّهُ نَزَّلَهُ عَلَىٰ قَلْبِكَ بِإِذْنِ اللَّهِ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ وَهُدًى وَبُشْرَىٰ لِلْمُؤْمِنِينَ ‎﴿٩٧﴾‏ مَن كَانَ عَدُوًّا لِّلَّهِ وَمَلَائِكَتِهِ وَرُسُلِهِ وَجِبْرِيلَ وَمِيكَالَ فَإِنَّ اللَّهَ عَدُوٌّ لِّلْكَافِرِينَ ‎﴿٩٨﴾‏ وَلَقَدْ أَنزَلْنَا إِلَيْكَ آيَاتٍ بَيِّنَاتٍ ۖ وَمَا يَكْفُرُ بِهَا إِلَّا الْفَاسِقُونَ ‎﴿٩٩﴾} صدق الله العظيم [سورة البقرة].
[সূরা বাকারা, ৯৭-৯৯]

ফয়সালা হয়ে গেছে এবং এবং মনে হচ্ছে নিম্নোক্ত বিবৃতির লিঙ্কে যা বলা হয়েছে তা সত্যে পরিণত করার সময় এসে গেছে:


শীঘ্রই করোনার আক্রমণ ও জলবায়ু পরিবর্তনের আক্রমণ আরও তীব্র হবে


সমগ্র পৃথিবীতে আল্লাহর খলিফা.
_____________


:এই বিবৃতি জন্য ভিডিও দেখুন


:এই বিবৃতিটির কন্ঠস্বর শোনার জন্য
https://anchor.fm/the-global-channel-/episodes/Bengali-e280i2c